ছিটকে গেলেন অ্যান্ডারসন, প্রস্তুত আর্চার
এজবাস্টন টেস্টে মাত্র ৪ ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। চোটগ্রস্থ এই পেসার ছিটকে গেছেন লর্ডসে দ্বিতীয় টেস্টের দল থেকে। চোটের কারণে এজবাস্টন টেস্ট বাইরে বসে থাকা জোফরা আর্চার অবশ্য সেরে উঠেছেন। লর্ডসেই অভিষেকের জন্য প্রস্তুত তিনি।
এজবাস্টনে চোটে পড়ার পর এমআরআই স্ক্যান করা হয় অ্যান্ডারসনের। কাফ মাশলের চোটে পড়া এই পেসার কবে সেরে উঠবেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ১৪ অগাস্ট থেকে লর্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে যে তিনি থাকছেন না তা নিশ্চিত।
অভিষেকের অপেক্ষায় থাকা আর্চার সাসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে চলতি সপ্তাহে মাঠে নেমেছিলেন। অনেকটাই ফিট এই পেসার পুরো প্রস্তুত আছেন লর্ডস টেস্টের জন্য।
অ্যান্ডারসন মাত্র ৪ ওভার বল করে পুরো টেস্ট থেকে ছিটকে যাওয়ায় এজবাস্টন টেস্টে ভুগতে হয় ইংলিশদের। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে নিয়মিত একজন বোলারের ঘাটতি ভীষণ টের পেতে হয় তাদের। সিরিজে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২৫১ রানে হেরে আপাতত ব্যাকফুটে আছে স্বাগতিকরা।
অ্যাশেজ শুরুর হওয়ার মাসখানেক আগে থেকেই চোটে ছিলেন অ্যান্ডারসন। চোটগ্রস্থ এই পেসারকে তবে কি ভেবে নামালো হলো ম্যাচে? সোমবার ম্যাচ হারার পর ইংল্যান্ড অধিনায়ক জো রুট সব দায় দিলেন মেডিকেল পরীক্ষার উপর, ‘সে সবগুলো মেডিকেল পরীক্ষার ধাপ উৎরেছে। সে খেলার জন্য ফিট ছিল। আমরা জানি না তার চোটের ধরণ এবার ভিন্ন কিনা।’
Comments