পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশ ধাওয়া দেওয়ার পর পানিতে ডুবে মো. লিটন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, লিটন মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৬টায় উপজেলার চনপাড়া এলাকার ডোবা থেকে লিটনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত লিটন উপজেলার চনপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রূপগঞ্জ থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লিটন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় লিটন চনপাড়ায় নিজের বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে বাসার পিছনে থাকা ডোবায় ঝাঁপ দেয় লিটন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে বিকেল সাড়ে ৬টায় লিটনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ডোবায় কচুরিপানা সহ ময়লা আবর্জনা ছিল। ফলে লাফ দিয়ে আর ভেসে উঠতে পারেনি। যার জন্য তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
Comments