কোহলি, পান্তের ঝড়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশড করল ভারত
মিডিয়াম পেসে ক্যারিবিয়ান টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন দীপক চাহার, লক্ষ্যটা তাই বেশ সহজই পেয়েছিল ভারত, সেই লক্ষ্য তাড়ায় শুরুতে উইকেট খোয়ালেও অধিনায়ক বিরাট কোহলি আর ঋষভ পান্ত তোলেন ঝড়। তাতে অনায়াসে জিতেছে তারা।
গায়ানায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। স্বাগতিকদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য কোহলিরা পেরিয়ে যান ৫ বল হাতে রেখেই। এতে তিন ম্যাচের টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশডও করল তারা।
১৪৬ রানের সহজ লক্ষ্য নেমে ওশান টমাসের বলে কাবু হয়ে ৩ রানে থামেন শিখর ধাওয়ান। আরেক ওপেনার লোকেশ রাহুলও টেকেননি বেশিক্ষণ। ফ্যাবিয়ান অ্যালানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ২৭ রানে ২ উইকেট পড়ার পর আর বিপর্যয় নয়। উইকেটের বাও বুঝে তেতে উঠে কোহলির ব্যাট। যোগ দেন ঋষভও। তৃতীয় উইকেটে দুজনের মধ্যে গড়ে উঠে ১০৬ রানের জুটি। তাতে জয়ের কিনারে পৌঁছে যায় ভারত। ৩৭ বলে ফিফটি পূরণ করা ভারত অধিনায়ক ৪৫ বলে ৫৯ করে আউট হয়ে যান।
পান্ত আর নড়চড় করেননি। খেলা শেষ করে দিয়ে এই তরুণ অপরাজিত থাকে ৪২ বলে ৬৪ রান করে। মারেন চারটি করে চার-ছক্কা।
এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে দিয়ে শুরুতেই চেপে ধরে ভারতের বোলিং লাইনআপ। মিডিয়াম পেসার দীপক চাহারের তোপে ১৪ রানেই টপ অর্ডার খুইয়ে বসে ক্যারিবিয়ানরা। এভিন লুইস আর শেমরন হেটমায়ার চাহারের বলে ফেরেন এলবিডব্লিও হয়ে। ক্যাচ দিয়ে বিদায় নেন সুনিল নারাইন।
৩ ওভারের স্পেলে মাত্র ৪ রানে ৩ উইকেট নিয়েও বিস্ময়করভাবে আর বল হাতে পাননি তিনি। চতুর্থ উইকেটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কাইরন পোলার্ড আর নিকোলাস পুরান। ১৭ রান করে পুরান ফিরলেও ৫৮ রান করে দলকে লড়াইয়ে রাখেন পোলার্ড। শেষ দিকে রোভম্যান পাওয়েল ২০ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেললে দেড়শোর কাছে যেতে পারে স্বাগতিকরা। কিন্তু মরা উইকেটে সেই রান যে যথেষ্ট নয়, দেখা গেছে ভারতের রান তাড়ায়।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৬/৬ (লুইস ১০, নারাইন ২, হেটমায়ার ১, পোলার্ড ৫৮, পুরান ১৭, রোবম্যন ৩২*, ব্র্যাথওয়েট ১০, অ্যালান ৮* ; কুমার ০/১৯, চেহের ৩/৪, সাইনি ২/৩৪, সুন্দর ১/২৭, পান্ডিয়া ০/৩৫)
ভারত: ১৯.১ ওভারে ১৫০/৩ (রাহুল ২০ , ধাওয়ান ৩, কোহলি ৫৯, ঋষভ ৬৫*, মানিষ ২* ; কটরেল ০/২৬, টমাস ২/২৯ , অ্যালান ১/১৮ নারাইন ০/২৯, ব্র্যাথয়েট ০/২৫, পল ০/২৩)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ভারত ৩-০ ব্যবধানী জয়ী।
Comments