মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র: রাঙ্গা

mosiur rahaman ranga
জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। ছবি: সংগৃহীত

মশা নিধনের ৫০ কোটি টাকা দুই মেয়র লুটপাট করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। তিনি আরো বলেন, যে মেয়র মশা মারতে পারেন না তাদের ডেঙ্গু মশার মতই বিদায় করতে হবে।

আজ (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এডিস মশা নিধনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

“এখন সংসদের অধিবেশন নেই তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি” উল্লেখ করে রাঙ্গা বলেন, “ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র।”

তিনি বলেন, “যে মেয়র মশা মারতে পারেন না তাদের ডেঙ্গু মশার মতই বিদায় করতে হবে।”

দেশের বিভিন্ন জেলায় বন্যা প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “এ বছর বন্যায় মানুষ দীর্ঘ সময় পানিবন্দি ছিলেন। সরকারিভাবে যে ত্রাণ দেওয়া হয়েছে তাও অপ্রতুল। অনিয়ম হয়েছে ত্রাণ বিতরণে।”

“প্রধানমন্ত্রী দেশে নেই বলেই অনিয়ম ও বিশৃঙ্খলা বেড়ে গেছে,” বলেও মন্তব্য করেন তিনি।

Comments