১৫০০ ডলার পর্যন্ত রেমিট্যান্সে বিনা প্রশ্নে প্রণোদনা
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৫০০ মার্কিন ডলারের মধ্যে থাকলে বিনা প্রশ্নে নগদ দুই শতাংশ প্রণোদনা পাবেন এর গ্রাহক। আর রেমিট্যান্সের পরিমাণ এর চেয়ে বেশি হলে নগদ প্রণোদনা পেতে রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকের শাখায় পাসপোর্টের কপি এবং বিদেশি নিয়োগদাতার দেওয়া নিয়োগপত্রের কপি জমা দিতে হবে। রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ব্যবসায় নিয়োজিত হলে দিতে হবে ব্যবসার লাইসেন্স।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১ জুলাই এর পর পাঠানো রেমিট্যান্সের ক্ষেত্রে এই নীতিমালা কার্যকর হবে।
২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৬০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক বলেছে, বিধি বহির্ভূতভাবে নগদ সহায়তা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে তিনি আর এ সুবিধা পাবেন না এবং প্রদত্ত প্রণোদনার অর্থ আদায় করা হবে।
Comments