৭ উইকেট নিয়ে ‘ব্যাটিং অলরাউন্ডার’ অ্যাকারম্যানের বিশ্ব রেকর্ড

‘বিশ্ব রেকর্ড গড়ে ফেলার কথা আমি লাখো বছরেও প্রত্যাশা করিনি! আমি একজন ব্যাটিং অলরাউন্ডার,’ ম্যাচ শেষে কথাগুলো বলেছেন দক্ষিণ আফ্রিকার কলিন অ্যাকারম্যান। অথচ এই পার্টটাইম স্পিনারই বোলিং জাদু দেখিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়েছেন। ৭ উইকেট দখল করে গড়েছেন বিশ্ব রেকর্ড!
colin ackermann
কলিন অ্যাকারম্যান (মাঝে)। ছবি: লেস্টারশায়ার টুইটার

‘বিশ্ব রেকর্ড গড়ে ফেলার কথা আমি লাখো বছরেও প্রত্যাশা করিনি! আমি একজন ব্যাটিং অলরাউন্ডার,’ ম্যাচ শেষে কথাগুলো বলেছেন দক্ষিণ আফ্রিকার কলিন অ্যাকারম্যান। অথচ এই পার্টটাইম স্পিনারই বোলিং জাদু দেখিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়েছেন। ৭ উইকেট দখল করে গড়েছেন বিশ্ব রেকর্ড!

বুধবার (৭ অগাস্ট) ইংলিশ কাউন্টি ক্রিকেটে ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে খেলতে নেমেছিলেন অ্যাকারম্যান। ম্যাচের ভেন্যু গ্রেস রোডে তাদের প্রতিপক্ষ ছিল ওয়ারউইকশায়ার। সেখানে ২৮ বছর বয়সী অ্যাকারম্যান- যিনি বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়েই বেশি পারদর্শী- নিয়েছেন ৭ উইকেট। চার ওভারের কোটা পূরণ করে দিয়েছেন মাত্র ১৮ রান। তার এমন অবিশ্বাস্য কীর্তির দিনে লেস্টারশায়ারও ম্যাচটা জিতেছে ৫৫ রানের বড় ব্যবধানে।

আট বছর আগের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন অ্যাকারম্যান। টি-টোয়েন্টিতে আগের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল মালয়েশিয়ার আরুল সুপ্পিয়াহর দখলে। তিনি ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি লিগে ২০১১ সালে সমারসেটের হয়ে গ্ল্যামারগনের বিপক্ষে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তবে অ্যাকারম্যানই প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

অ্যাকারম্যনের আগের সেরা বোলিং ফিগার ছিল ২১ রানে ৩ উইকেট নেওয়া। এদিন নিজের প্রথম দুই ওভারে ১ উইকেট নেন তিনি। পরের দুই ওভারে আদায় করে নেন আরও ৬টি উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে ১৯০ রানের লক্ষ্য তাড়ায় ১৩৪ রানে অলআউট হয়ে যায় ওয়ারউইকশায়ার। শেষ ৮ উইকেট তারা হারায় মাত্র ২০ রান যোগ করতে।

টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স বাংলাদেশের সাকিব আল হাসানের নামের পাশে। তিনি ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটা শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের দখলে (৮ রানে ৬ উইকেট)।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago