সমঝোতা এক্সপ্রেস আটকে দিলো পাকিস্তান
ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ ও রাষ্ট্রদূতকে বহিষ্কারের পর এবার সমঝোতা এক্সপ্রেস আটকে দলো পাকিস্তান। দিল্লি ও লাহোরের মধ্যে চলাচলকারী ট্রেনটি এদিন ওয়াঘা সীমান্তে আটকে দেন পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী।
ভারতের গণমাধ্যমের খবরে জানানো হয়, পাকিস্তান কর্তৃপক্ষের বাধার কারণে সীমান্তে এসে ট্রেন থেকে নেমে যেতে বাধ্য হয়েছেন যাত্রীরা।
অবশ্য প্রায় তিন ঘণ্টা পরে, সীমান্ত থেকে ট্রেনটি দিল্লির উদ্দেশ্যে চালিয়ে নিয়ে আসেন ভারতের রেল কর্মীরা।
অবশ্য এই সীমান্তে দিন তিকে আগে মাদক উদ্ধারের পর থেকে সতর্ক অবস্থায় ছিল ভারতের পুলিশ। সীমান্তের রেলপথের কাছে সেদিন অমৃতসর পুলিশ তিন কেজি হেরোইন কার্ড উদ্ধার করে। ভারতের সন্দেহ পাকিস্তানি কর্মীরাই ড্রাগ সরবরাহে জড়িত থাকতে পারেন।
পাঞ্জাব পুলিশ সমঝোতা এক্সপ্রেসের পাকিস্তানি কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে পারে বা তাদের বিরুদ্ধে মামলা করতে পারে এই ভয়ে চালক এবং ট্রেনের অন্যান্য কর্মীরা ভারতীয় ভূখণ্ডে পা রাখতে অস্বীকার করেছিল বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর দেশদুটির মধ্যে সমঝোতার স্মারক হিসেবে ১৯৭৬ সালের ২২ জুলাই শিমলা চুক্তির আওতায় ওই ট্রেন চলাচল শুরু হয়েছিল।
আরও পড়ুন: পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে ভারত
আরও পড়ুন: ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ ও রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো পাকিস্তান
Comments