যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় পাটুরিয়া ফেরিঘাটে

যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় পাটুরিয়া ফেরিঘাটে। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ ছোট-বড় গাড়ি।
Manikganj ferryghat
৯ আগস্ট ২০১৯, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখি যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড়। ছবি: স্টার

যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় পাটুরিয়া ফেরিঘাটে। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ ছোট-বড় গাড়ি।

আজ (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঘাট এলাকায় ছোট গাড়ির পাঁচ কিলোমিটার এবং বড় গাড়ির চার কিলোমিটার জট দেখা যায়।

জেলা পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, “এই মুহূর্তে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে রয়েছি। বিপুল সংখ্যক গাড়ি আসছে। সেই গাড়িগুলো মেইন্টেন করতে আমাদের কষ্ট হচ্ছে।”

যানজট যাতে না হয় যে জন্যে পুলিশ প্রশাসন  সেই লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, “ঈদের ছুটিতে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছেন। এ কারণে সব ধরণের গাড়ির চাপ বেড়ে গেছে। তবে, ১৯টি ফেরি চালু থাকায় তেমন সমস্যা হবে না।”

আজ (৯ আগস্ট) সকাল থেকে গরুবাহী ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ মালবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। কাজেই ঘাটে আটকে থাকা গাড়ি পার করতে খুব একটা কঠিন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও, ধৈর্য সহকারে সাময়িক সমস্যা মোকাবেলা করার জন্য যাত্রীসাধারণকে অনুরোধ জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা জেলার দর্শনার উদ্দেশে রওনা দেওয়া পূর্বাশা গাড়ির যাত্রী ও একজন বেসরকারি চাকরিজীবী সাঈদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, “ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। সকাল সাড়ে ৬টায় পাটুরিয়া ঘাটে এসেছি কিন্তু, এখনো নদী পার হতে পারিনি।”

শহীদুল ইসলাম নামের একজন ট্রাকচালক জানান, তিনি পাটুরিয়াঘাটে আটকে রয়েছেন গত চারদিন থেকে। কবে নাগাদ ট্রাকটি নদী পার হতে পারবে তা এখনো অনিশ্চিত।

Comments