রিয়াল মাদ্রিদ হতে পারে নেইমারের নতুন ঠিকানা!
নেইমার ফিরতে চান পুরনো ঠিকানা বার্সেলোনায়। কাতালানরাও তাকে ফেরানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু দাবার চাল উল্টে দিতে হঠাৎ করেই তোড়জোড় শুরু করেছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার (৮ অগাস্ট) জনপ্রিয় ব্রিটিশ ক্রীড়া বিষয়ক গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, নেইমারকে কিনতে তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে কথা-বার্তা শুরু করে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। কিন্তু সেখানে তার মন টিকছে না। এরই মধ্যে দল ছাড়তে চাওয়ার বিষয়টা পিএসজিকে জানিয়েও দিয়েছেন নেইমার। উপযুক্ত দাম পেলে তাকে ছাড়তেও রাজি ক্লাবটি।
কিন্তু এই মুহূর্তে নেইমারকে ফেরানোর মতো অর্থ নেই বার্সেলোনার হাতে। অর্থের জোগানের জন্য বিক্রি করে দিতে হবে বেশ কয়েকজনকে, যাদের মধ্যে আছেন ফিলিপে কুতিনহো ও রাফিনহা। কিন্তু তারা ক্লাব ছাড়বেন কি-না তা নিশ্চিত নয়।
ফলে বার্সা জোরালোভাবে নেইমারের জন্য প্রস্তাব দিতে পারছে না পিএসজির কাছে। আর এই সুযোগটা লুফে নিতে চাইছে রিয়াল।
গ্যালাক্টিকোসদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগেও কয়েকবার নেইমারকে দলে টানতে চেয়েছেন। কিন্তু সফল হননি। এবারে তাই আটঘাট বেঁধে নামতে চাইছেন তিনি।
আরেক জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম জানিয়েছে, নেইমারের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব রিয়াল দেবে পিএসজির কাছে। সঙ্গে লুকা মদ্রিচকেও দিতে রাজি তারা। আর চুক্তির মেয়াদ হবে পাঁচ বছরের। নেইমার অবশ্য এ বিষয় নিয়ে এখনও মুখ খোলনেনি।
Comments