ঈদে এলো পুলিশ সদস্যের গান

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গান ‌‘লতায় লতায়’।
Singer Police
পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুন। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গান ‌‘লতায় লতায়’।

টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত এই ‌গানটির কথা ও সুর করেছেন শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন রোজেন রহমান।

সিনেমা রিপাবলিক টিমের আয়োজনে নির্মিত হয়েছে একটি ভিডিও। এতে মডেল হয়েছেন শাকিলা সুমি ও রাসেল খান।

গানটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, “পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। ভবিষ্যতে নিয়মিতভাবে গান করার ইচ্ছে রয়েছে।”

 

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

12h ago