ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬৫ কিলোমিটার যানজট

Dhaka Tangail Highway
১০ আগস্ট ২০১৯, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর পর্যন্ত ৪০ কিলোমিটার এবং মির্জাপুর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২৫ কিলোমিটার তীব্র যানজট দেখা দেয়। ছবি: স্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৬৫ কিলোমিটার যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী যাত্রীরা।

আমাদের টাঙ্গাইল সংবাদদাতা জানান, আজ (১০ আগস্ট) সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর পর্যন্ত ৪০ কিলোমিটার এবং মির্জাপুর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২৫ কিলোমিটার তীব্র যানজট দেখা দেয়। তবে বেলা এগারটা থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে ধীর গতিতে চলছে গাড়ি।

এদিকে, পশ্চিম প্রান্তেও যানজট বেধে যাওয়ায় সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর ঢোল নেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, “মহাসড়কে গাড়ির সংখ্যা অনেক। এর মধ্যে আবার মালবাহী ও যাত্রীবাহী অতিরিক্ত ট্রাক রয়েছে। বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তেই যানজট লেগে রয়েছে। সেজন্য সেতুর টোল নেওয়ার কাজ দেড় ঘণ্টা বন্ধ রাখা হয়েছিলো।”

Dhaka Tangail Highway
চরম ভোগান্তিতে পড়া যাত্রীরা মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দুটি গাড়ি ভাঙচুর করেছে। ছবি: স্টার

এদিকে, চরম ভোগান্তিতে পড়া যাত্রীরা সকাল পৌনে ১১টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দুটি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছেন আমাদের টাঙ্গাইল সংবাদদাতা।

বিক্ষুব্ধরা বলেন, “আমরা সড়কের এই পরিস্থিতি মেনে নিতে পারছি না। প্রতিটি ঈদেই এমন বিরক্তিকর যানজট পোহাতে হয় আমাদের।”

Comments