কী আছে ঈদ স্পেশাল লাভ বক্সে?
এটিএন নিউজে প্রতি শুক্রবার মধ্যরাতের শো ‘ইয়ং নাইট লাভ বক্স’ দীর্ঘ কয়েকবছর ধরেই উপস্থাপনা করছেন তানভীর তারেক। প্রতি ঈদে ইয়ং নাইট লাভ বক্স দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে ভিন্ন আঙ্গিকে সাজে।
এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে এবারের বিশেষ লাভ বক্স প্রচার হবে ঈদের দিন থেকে টানা তিনদিন। জেনে নেওয়া যাক কী আছে ঈদ স্পেশাল লাভ বক্সে।
ঈদের দিন ১২ আগস্ট রাতে অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। ঈদের দ্বিতীয় দিন জান্নাতুল পিয়া ও অভিনেতা তাসকিন রহমান। ঈদের তৃতীয় দিন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ।
কখনও গানে, হাস্যরস কিংবা নানান স্মৃতিচারণায় এবারের ঈদের এই বিশেষ আড্ডা প্রচার হবে টানা তিনদিন রাত ১টা ২০ মিনিটে। একই সময় পরদিন দুপুরে তা পুনঃপ্রচার করা হবে।
তানভীর তারেক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘প্রচলিত এবং নিয়মিত অনুষ্ঠানের বাইরে কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজিয়েছি এবারের ঈদ আয়োজন। প্রাণবন্ত আড্ডায় আমরা শেয়ার করছি এবারের ঈদের বিশেষ এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফারুকে আজম।”
Comments