নারায়ণগঞ্জে লোহার রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় লোহার রড দিয়ে পিটিয়ে মো. জুম্মন (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। মাদকের টাকা নিয়ে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
শনিবার দুপুরে উপজেলার পূর্ব দেলপাড়া এলাকায় ওই ঘটনায় বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জুম্মন।
জুম্মন উপজেলার পূর্ব দেলপাড়া গোপীনাথপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরি সহ পাঁচটির বেশি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, একটি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল জুম্মন। এসময় সাত থেকে আট জন অজ্ঞাতপরিচয় যুবক জুম্মনকে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করে। জুম্মনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে যুবকেরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় জুম্মন।
তিনি বলেন, এ ঘটনায় সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে সুমন (২৮) ও রাসেল (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। জুম্মন মাদক ও চুরি সহ একাধিক মামলার আসামি। যারা মারধর করেছে তারাও এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। ধারণা করা যাচ্ছে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments