লতা-পান্না বাদ, নতুন মুখ শোভানা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার লতা মন্ডল, দলে নেই পেসার পান্না ঘোষ। তাদের জায়গায় ফিরেছেন মুর্শিদা খাতুন। দক্ষিণ আফ্রিকা সফরে ইমার্জিং দলের হয়ে ভালো পারফরম্যান্সের উপহার হিসেবে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার শোভানা মুশতারী।
Bangladesh women cricket Team
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার লতা মন্ডল, দলে নেই পেসার পান্না ঘোষ। তাদের জায়গায় ফিরেছেন মুর্শিদা খাতুন। দক্ষিণ আফ্রিকা সফরে ইমার্জিং দলের হয়ে ভালো পারফরম্যান্সের উপহার হিসেবে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার শোভানা মুশতারী।

বিশ্বকাপ দল ঘোষণার আগেই বাংলাদেশ নারী দল পেয়ে যায় খারাপ খবর। দলের অন্যতম সেরা তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ চোটের কারণে ছিটকে যান। ১৪ জনের মূল স্কোয়াডে জায়গা না পেলেও লতা আছেন অপেক্ষমাণ তালিকায়। 

৩১ অগাস্ট স্কটল্যান্ডের শুরু হওয়া বাছাই টুর্নামেন্টের প্রথম দিনেই পাপুয়া নিউগিনির বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ড।

দুই গ্রুপে ভাগ হওয়া বাছাই টুর্নামেন্টে সেরা চার দল উঠবে সেমিফাইনালে। ফাইনালে উঠা দুই দল পাবে আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক, সানজিদা ইসলাম, শোভানা মুশতারী, রিতু মণি, খাদিজা তুল কুরবা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা, শামিমা সুলতানা।

অপেক্ষমান: লতা মণ্ডল, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন

Comments