বাংলাদেশ সফরের আগে নিষিদ্ধ আফগানিস্তানের শেহজাদ

mohammad shahzad
ছবি: রয়টার্স

চলতি মাসের শেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান দল। তবে সে দলে থাকছেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ তা এক প্রকার নিশ্চিত। কারণ নীতিমালা ভঙ্গের দায়ে এ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এবিসি)। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিও স্থগিত ঘোষণা করা হয়েছে তার।

মূলত বিশ্বকাপের মাঝে শৃঙ্খলতাজনিত সমস্যার শেহজাদকে নিষিদ্ধ করেছেন এবিসি। এ নিয়ে কথা বলতে তাকে ডেকেছিল বোর্ডটি। ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে বলেছিল এসিবি। কিন্তু তাতে পাত্তাই দেননি  তাতে সাড়া দেননি এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাই অনির্দিষ্ট সময়ের জন্য তাকে নিষিদ্ধই করে এবিসি। তবে ঈদের ছুটির পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এসিবির শৃঙ্খলা কমিটি।

শেহজাদের বিপক্ষে মূল অভিযোগ, বোর্ডকে না জানিয়ে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। এর কারণ হিসেবে অনুশীলনের কথা বলেছিলেন শেহজাদ। এসিবি অবশ্য তার যুক্তি আমলে নিচ্ছে না। সরাসরি জানিয়ে দিয়েছে, 'দেশের মধ্যেই ক্রিকেটারদের অনুশীলন করার পর্যাপ্ত সুবিধা রয়েছে, তাই দেশের বাইরে যখন-তখন যাওয়ার কোনো প্রয়োজন নেই।'

সবমিলিয়ে সময়টা খুব বাজেই যাচ্ছে শেহজাদের। চোটে পড়ে বিশ্বকাপের মাঝপথে দল থেকে বাদ পড়েন তিনি। যদিও শেহজাদের দাবি, চোট নয়, ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে তাকে। তাই সামাজিক মাধ্যমে লাইভে এসে আফগান ক্রিকেট বোর্ডকে এক হাত নিয়েছিলেন তিনি। এমনকি ক্রিকেট ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

আগামী ৩০ আগস্ট প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট ম্যাচ খেলতে আসছে আফগানিস্তান। অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়ার আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টে খেলার সম্ভাবনা নেই শেহজাদের। এমনকি বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও থাকতে পারছেন না তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago