গেইলের ম্যাচ মাত করলেন কোহলি-ভুবনেশ্বর

Virat kohli
ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০০তম ওয়ানডে খেলতে নেমেছিলেন ক্রিস গেইল। ব্যাটিংয়ে বিরাট কোহলিদের সঙ্গে এক চোট নেচেও নিয়েছেন। কিন্তু আমুদে গেইল ম্যাচ শেষেও থাকতে পারলেন না এমন আনন্দে। ব্যাটে রান পাননি, হেরেছে তার দলও। গেইলের এমন মাইলফলকের দিনে আরেকটি সেঞ্চুরিতে নিজেকে রাঙিয়েছেন ভারত অধিনায়ক কোহলি। আর বল হাতে ক্যারিবিয়ানদের পুড়িয়েছেন ভুবনেশ্বর কুমার।

ত্রিনিদাদে তিন ম্যাচের ওয়ানডে আগে ব্যাট করে কোহলির সেঞ্চুরিতে ২৭৯ রান করে ভারত। বৃষ্টির কারণে ডি/এল মেথডে ৪৬ ওভারে ২৭০ রানের লক্ষ্যে জেসন হোল্ডারের দল ২১০ রান গুটিয়ে ম্যাচ হেরেছে ৫৯ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানকে হারায় ভারত। ১৮ রান করে ফেরেন রোহিত শর্মাও। ওয়ান ডাউনে নামা অধিনায়ক কোহলি নেন দলকে টানার পুরো ভার। চারে ঋষভ পান্ত না পারলেও পাঁচে শ্রেয়াস আইয়ার দেখিয়েছেন সামর্থ্য। কোহলিকে দারুণ সঙ্গ দিয়ে গড়েন ১২৫ রানের জুটি।

১২৫ বলে ১২০ রান করে ফেরেন কোহলি। আইয়ার ৬৮ বলে ৭১ রানের ইনিংস। শেষ দিকে বড় ঝড় না আসায় ভারত যেতে পারেনি তিনশোর ঘরে।

তবু ওই রানই যে যথেষ্ট দেখিয়েছেন ভুবনেশ্বর। তার তোপে এভিন লুইস আর নিকোলাস পুরান ছাড়া কেউই টিকতে পারেননি। লুইসকে নিয়ে ইনিংস ওপেন করতে নেমে মন্থর শুরু করেছিলেন গেইল। খোলস থেকে আর বেরুতে পারেননি। ২৪ বলে ১১ রান করে এলবিডব্লিও হন ভুবনেশ্বরের স্যুয়িংয়ে। এক প্রান্তে টিকে আশা বাড়নো লুইস পঞ্চম উইকেটে পেয়েছিলেন পুরানকে। দুজনের ৫৬ রানের জুটি ভাঙতেই আর প্রতিরোধ আসেনি ক্যারিবিয়ান ইনিংসে।

ওদের হুড়মুড়িয়ে ধসা পড়ার দিনে ৮ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন ভুবনেশ্বর। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভোরে ২৭৯/৭ (ধাওয়ান ২, রোহিদ ১৮, কোহলি ১২০, পান্ত ২০, শ্রেয়াস ৭১, কেদার ১৬, জাদেজা ১৬*, ভুবনেশ্বর ১, শামি ৩*; কটরেল ১০-০-৪৯-১, রোচ ৭-০-৫৪-০, হোল্ডার ৯-০-৫৩-১, টমাস ৪-০-৩২-০, চেইস ১০-১-৩৭-১, ব্র্যাথওয়েট ১০-০-৫৩-৩)।

ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ৪৬ ওভারে ২৭০) ৪২ ওভারে ২১০ (গেইল ১১, লুইস ৬৫, হোপ ৫, হেটমায়ার ১৮, পুরান ৪২, চেইস ১৮, হোল্ডার ১৩*, ব্র্যাথওয়েট ০, রোচ ০, কটরেল ১৭, টমাস ০; ভুবনেশ্বর ৮-০-৩১-৪, শামি ৮-০-৩৯-২, খলিল ৭-০-৩২-১, কুলদীপ ১০-০-৫৯-২, কেদার ৫-০-২৫-০, জাদেজা ৪-০-১৫-১)।

ফল: ডি/এল মেথডে ভারত ৫৯ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: বিরাট কোহলি।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago