লারাকে টপকে সবার উপরে গেইল
ব্রায়ান লারাকে টপকে ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড দখল করে নিয়েছেন মারকাটারি ব্যাটসম্যান ক্রিস গেইল।
রবিবার (১১ অগাস্ট) পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় নেমে ২৪ বলে মাত্র ১১ রানের ইনিংস ধীরগতির খেলেও কিংবদন্তি লারাকে পেরিয়ে গেছেন ৩৯ বছর বয়সী গেইল।
এ ম্যাচের আগে লারার চেয়ে মাত্র ৬ রানে পিছিয়ে ছিলেন গেইল। এদিন ইনিংসের নবম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম তুলেছেন তিনি। উইন্ডিজের জার্সিতে ২৯৭ ম্যাচে তার রান ১০ হাজার ৩৫৩। ২০০৭ সালে অবসর নেওয়ার আগে লারা করেছিলেন ১০ হাজার ৩৪৮ রান।
ম্যাচটি গেইলের জন্য স্মরণীয় হয়ে থাকবে আরও একটি কারণে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়েছেন তিনি। লারা খেলেছিলেন ২৯৯ ম্যাচ।
তবে সবগুলো ম্যাচ উইন্ডিজের জার্সিতে খেলেননি গেইল। ২০০৫ সালে বিশ্ব একাদশের হয়ে ৩ ম্যাচ খেলেছিলেন তিনি। একই বছর একই দলের হয়ে লারা মাঠে নেমেছিলেন ৪ ম্যাচে। আর ক্যারিবিয়ানদের হয়ে তিনি খেলেছেন ২৯৫ ওয়ানডে।
উইন্ডিজ ও বিশ্ব একাদশের প্রতিনিধিত্ব করার সমন্বয়ে 'ইউনিভার্স বস' খ্যাত গেইলের সংগ্রহ ১০ হাজার ৪০৮ রান। আর সাবেক তারকা লারার নামের পাশে রয়েছে ১০ হাজার ৪০৫ রান।
গেইলের চূড়ায় ওঠার দিনে অবশ্য আরও একবার হতাশ করেছে উইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডি/এল পদ্ধতিতে ৫৯ রানে হেরেছে তারা। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ভারত।
Comments