ভারতের সম্ভাব্য প্রধান কোচের ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় হেসন
নতুন প্রধান কোচ বেছে নিতে ছয়জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)। সেখানে রয়েছে বাংলাদেশের প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নিউজিল্যান্ডের মাইক হেসনের নামও।
সোমবার (১২ অগাস্ট) ছয় কোচকে সাক্ষাৎকারের তারিখ ও সময় জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির প্রধান কার্যালয়ে আগামী শুক্রবার হেসনসহ বাকিদের সাক্ষাৎকার নেওয়া হবে।
বিশ্বকাপজয়ী তারকা কপিল দেবের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির বেছে নেওয়া ছয় কোচের তালিকায় থাকা বাকিরা হলেন- টম মুডি, লালচাঁদ রাজপুত, রবিন সিং, ফিল সিমন্স ও রবি শাস্ত্রী। এদের মধ্যে শাস্ত্রী বর্তমানে ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন।
ভারতীয় দল এখন রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সফর শেষে দলের সঙ্গে শাস্ত্রীর চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। তবে ফের কোচ হিসেবে নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তার। ভারতীয় দলনেতা বিরাট কোহলির সমর্থন রয়েছে শাস্ত্রীর প্রতি।
প্রধান কোচ এবং ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের পদ মিলিয়ে এবারে দুই হাজারের বেশি আবেদন জমা পড়েছিল বিসিসিআইয়ের কাছে। তবে প্রধান কোচ হতে গুটিকয়েক 'বড় নাম'ই আবেদন করেছেন।
হেসনকে নিয়ে বাংলাদেশ-ভারতের পাশাপাশি আগ্রহ রয়েছে পাকিস্তানেরও। নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফল কোচ বলা হয়ে থাকে তাকে। ছয় বছর নিজ দেশের জাতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি।
হেসনের অধীনে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিউইরা। তারা খেলেছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। ২০১৮ সালের এপ্রিলে টেস্ট র্যাঙ্কিংয়ের তিন নম্বরেও উঠেছিল দলটি।
গেল বছরই পারিবারিক কারণে নিউজিল্যান্ডের কোচের পদ ছাড়েন হেসন। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) এক মৌসুম কোচিং করান কিংস ইলেভেন পাঞ্জাবকে। সেখানেও গেল সপ্তাহে ইস্তফা দিয়েছেন। ফলে বর্তমানে 'ফ্রি' আছেন এই হেভিওয়েট কোচ।
Comments