ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে। এছাড়াও, দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ (১৪ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় বৃষ্টিপাত ও সমুদ্রবন্দরগুলোতে স্থানীয় সংকেত সম্পর্কে বলা হয়।
বার্তায় বলা হয়, “গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। ফলে সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”
এদিকে গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের কারণে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
Comments