গোমতী নদীতে চামড়া ফেললেন কুমিল্লার মৌসুমি ব্যবসায়ীরা

কুমিল্লায় কাচা চামড়ার দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীদের কয়েকজন সংগ্রহ করা চামড়া গোমতী নদীতে ফেলে দিয়েছেন। তারা জানান, ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য অনেক কম হওয়ায় হতাশা থেকে তারা এই কাজ করেছেন।

কুমিল্লায় কাচা চামড়ার দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীদের কয়েকজন সংগ্রহ করা চামড়া গোমতী নদীতে ফেলে দিয়েছেন। তারা জানান, ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য অনেক কম হওয়ায় হতাশা থেকে তারা এই কাজ করেছেন।

কুমিল্লার বুড়িচং উপজেলার মৌসুমি চামড়া ব্যবসায়ী আমানুল্লাহ, শাহালম ও ময়নাল হসেন আড়তদারের কাছে চামড়া বিক্রি করতে না পারে তাদের সংগ্রহ করা চামড়া ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছেন।

কারণ জানাতে গিয়ে শাহালম দ্য ডেইলি স্টারকে বলেন, গড়ে ৬০০ টাকা দরে ২৪৫টি চামড়া কিনেছিলাম। কিন্তু পাইকাররা এখন চামড়া প্রতি ২০০টাকার বেশি দিতে চাইছেন না। তাই হতাশ হয়ে গোমতী নদীতে চামড়া ফেলে দিয়েছি।

কুমিল্লার ঋষি পট্টিতে গিয়ে দেখা যায় অন্যান্য বছরের তুলনায় এবার আড়তদাররা চামড়া কিনেছেন খুবই কম। সেখানকার একজন বড় আড়তের স্বত্বাধিকারী রতন ঋষি জানান, ঢাকার চামড়া ব্যবসায়ীরা আগ্রহ না দেখানোয় ঝুঁকি নিয়ে বেশি চামড়া কিনিনি। এছাড়া পূর্বের বকেয়া টাকা না পাওয়ায় চামড়া কেনা সম্ভব হয়নি।

 

Comments