দুর্বার কোহলি, জিতল ভারত

Virat Kohli

আগের দিন যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু। বিরাট কোহলি আরও একবার হয়ে উঠলেন দুর্বার। করলেন ওয়ানডেতে ৪৩তম সেঞ্চুরি। ক্রিস গেইলের শেষ ওয়ানডে কিনা এই আলোচনার সরগরমের ম্যাচ সব আলো কেড়ে নিলেন নিজের দিকে। অধিনায়কের ঝলকে অনায়াসে রান তাড়া করে জিতল ভারত, সিরিজও নিশ্চিত হলো তাদের।

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগে ব্যাট করে বৃষ্টির কারণে ৩৫ ওভারে নেমে আসা ম্যাচে ২৪০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওই রান তাড়ায় ৯৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলে দলকে ৬ উইকেটের জয় পাইয়ে দেন কোহলি।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বাকি দুটি জিতে সিরিজও নিশ্চিত হয়েছে কোহলিদের।

ডি/এল মেথডে ৩৫ ওভারে ২৫৫ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি ভারতের। দলের ২৫ রানেই ফেরত যান রোহিত শর্মা। শিখর ধাওয়ান ফেরেন ৩৬ রান করে। চারে সুযোগ পাওয়া ঋষভ পান্ত পারেননি সুযোগ কাজে লাগাতে। বাজে শটে টানেন ইতি।

পঞ্চম উইকেটে শ্রেয়াস আইয়ারকে পেয়ে পরিস্থিতি বদলাতে থাকেন কোহলি। দুজনের ১২০ রানের জুটিতে ম্যাচ নাগালে চলে আসে ভারতের। আইয়ার ৬৫ রান করে ফেরার পরে ৬ষ্ঠ উইকেটে কেদার যাদবের সঙ্গে ৪৪ রানের আরেক জুটিতে খেলা শেষ করেন দেন ভারত অধিনায়ক।

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে ঝড় তুলেন ক্রিস গেইল আর এভিন লুইস। একাদশ ওভারে দুজনের ১১৫ রানের জুটি শেষ হয় ৪৩ রান করা লুইসের আউটে। ৮ চার আর ৫ ছক্কায় গেইল খেলেন ৪১ বলে ৭২ রানের ইনিংস।

শেষ দিকে নিকোলাস পুরান ১৬ বলে ৩০ করলে শক্ত পূঁজিই পেয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু কোহলির দাপটের দিনে তা নিয়ে লড়াই করতে পারেনি তারা।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ২৪০/৭ (৩৫) (গেইল ৭২, লুইস ৪৩, হোপ ২৪, হেটমায়ার ২৫, পুরান ৩০, হোল্ডার ১৪, ব্র্যাথওয়েট ১৪, অ্যালান ৬*, পল ০* ; ভুবনেশ্বর ০/৪৮, শামী ২/৫০, খলিল ৩/৬৮, চেহেল ১/৩২, যাদব ০/১৩, জাদেজা ১/২৬)

ভারত: ৩২.৩ ওভারে ২৫৬/৪  ( রোহিত ১০, ধাওয়ান ৩৬, কোহলি ১১৪*, পান্ত ০, আইয়ার ৬৫, যাদব ১৯* ; রোচ ১/৫৩, হোল্ডার ০/৩৯, পল ৩৯/০, অ্যালান ২/৪০, চেজ ০/৪৩, ব্র্যাথওয়েট ০/৩৮)

ফল: ডি/এল মেথডে ভারত ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।

সিরিজ:  ভারত ২-০ ব্যবধানে জয়ী

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago