অবশেষে ইরানি তেল ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো ব্রিটেন
অবশেষে আমেরিকার বাধা উপেক্ষা করে ভূমধ্যসাগরে আটক ইরানি তেল ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন।
এমন সিদ্ধান্তের পর ব্রিটেন-শাসিত জিব্রাল্টারের উপকূলে আটক ট্যাঙ্কার ‘গ্রেস ওয়ান’ তার গন্তব্যে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আজ (১৬ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকারের অনুরোধ বিবেচনায় না নিয়ে গতকাল জিব্রাল্টার কর্তৃপক্ষ তেল ট্যাঙ্কারটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে পানামার পতাকাবাহী ট্যাঙ্কারটি কবে নাগাদ জিব্রাল্টার ছাড়বে তা বলা হয়নি।
ইরানের বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান জলিল ইসলামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “তেল ট্যাঙ্কার ‘গ্রেস ওয়ান’-এর মালিকের অনুরোধের পর ট্যাঙ্কারটি ইরানি পতাকা এবং ‘আদ্রিয়ান দরিয়া’ নাম নিয়ে ভূমধ্যসাগর ছাড়বে।”
প্রস্তুতি শেষ করে ও জ্বালানি ভরার পর ট্যাঙ্কারটি ২৫ জন ক্রু নিয়ে যাত্রা শুরু করবে বলেও উল্লেখ করেন তিনি। তবে ট্যাঙ্কারটির মালিক কে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
উল্লেখ্য, গত ৪ জুলাই ভূমধ্যসাগরের এই তেল ট্যাঙ্কারটিকে আটক করে ব্রিটেনের নৌবাহিনী। তখন ধারণা করা হয়েছিলো ট্যাঙ্কারটিতে করে ইরানের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র সিরিয়া থেকে তেল আনা হয়েছে। সিরিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে ট্যাঙ্কারটি আটক করা হয়েছিলো। এরপর সৃষ্টি হয়েছিলো অনেক উত্তপ্ত পরিস্থিতির। ‘প্রতিশোধ’ হিসেবে ইরানও পারস্য উপসাগরে ‘আটক’ করেছিলো ব্রিটেনের তেল ট্যাঙ্কার।
আরো পড়ুন:
Comments