ইংলিশ পেসারদের তোপের পর বৃষ্টির দাপট
বৃষ্টি যেন পিছু ছাড়ছে না লর্ডস টেস্ট থেকে। প্রথম দিন ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে খেলা হয়েছে পুরোটা। তাতে ইংল্যান্ডকে অল্প রানে গুটিয়ে স্বস্তিতে ছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে নেমে তাদের অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চাররা। অস্ট্রেলিয়ানদের বিপর্যয় পরে থামিয়েছে বেরসিক বৃষ্টি। ভাসিয়ে নিয়েছে দিনের বাকি খেলা।
শুক্রবার লর্ডসে প্রথম ইনিংসে ৩৭.১ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৮০ রান করেছে অসিরা। হাতে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের থেকে পিছিয়ে আছে ১৭৮ রানে।
আগের দিন ১ উইকেটে ৩০ রান নিয়ে শুরুর পর আরও ৩০ রান যোগ করার পরই নামে ধস। ১৩ রান করা ক্যামেরন বেনক্রফটকে কেড়ে নেন অভিষিক্ত আর্চার। খানিক পর ওই রানেই উসমান খাওয়াজাকে কাবু করেন ক্রিস ওকস। আরও ১১ রান যোগ করার পর ব্রডের ইনসুইঙ্গারে আম্পায়ারের সিদ্ধান্তে বাঁচলেও রিভিউতে কাটা পড়েন তিনি। ৭১ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার খানিক পরই নামে বৃষ্টি। আর হয়নি খেলা। চতুর্থ দিন ৪ উইকেটে ৮০ রান নিয়ে স্টিভেন স্মিথ (১৩) ও ম্যাথু ওয়েড (০) শুরু করবেন খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৫৮
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭.১ ওভারে ৮০/৪ (ব্যানক্রফট ১৩, ওয়ার্নার ৩, খাওয়াজা ৩৬, স্মিথ ১৩*, হেড ৭, ওয়েড ০*; ব্রড ২/২৬, আর্চার ১৮/১, ওকস ১/২৭, স্টোকস ১/০)।
Comments