গলে হুট করেই উইকেট ব্যাটিং সহায়ক, শ্রীলঙ্কার দাপট

আগের তিন দিন গলের উইকেটে রান পেতে কঠোর খাটুনি গেছে ব্যাটসম্যানদের, ব্যাটসম্যানদের নাচিয়ে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররাই। সময়ের সঙ্গে আরও ভাঙার বদলে হুট করে সেই উইকেটই চতুর্থ দিনে একদম ব্যাটিং বান্ধব। ২৬৮ রানের লক্ষ্যে পেয়ে তাতে সাবলীল লঙ্কান ওপেনাররা।

আগের তিন দিন গলের উইকেটে রান পেতে কঠোর খাটুনি গেছে ব্যাটসম্যানদের, ব্যাটসম্যানদের নাচিয়ে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররাই। সময়ের সঙ্গে আরও ভাঙার বদলে হুট করে সেই উইকেটই চতুর্থ দিনে একদম ব্যাটিং বান্ধব। ২৬৮ রানের লক্ষ্যে পেয়ে তাতে সাবলীল লঙ্কান ওপেনাররা।

শনিবার গল টেস্টের চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ১৩৩ রান করে ফেলেছে স্বাগতিকরা। শেষ দিনে হাতে ১০ উইকেট নিয়ে তাদের চাই আরও ১৩৫ রান।

আগের দিনের ৭ উইকেটে ১৯৫ রান নিয়ে শুরু করে আরও ৯০ রান যোগ করে নিউজিল্যান্ডের টেল এন্ডাররা। উইলিয়াম সামারভিলে ৪০ আর ট্রেন্ট বোল্ড ২৬ রান করে রাখেন ভূমিকা। তাতে ২৬৮ রানের শক্ত চ্যালেঞ্জই দিতে পারে সফরকারীরা।

কিন্তু ক্রমশ ভাঙতে থাকা উইকেটে নেমে লঙ্কান দুই ওপেনারকে বিচ্ছিন্ন করতে পারেনি নিউজিল্যান্ড। দিনের বাকি ৫০ ওভার কাটিয়ে দেন অধিনায়ক দিমুত করুনারত্নে আর লাহিরু থিরিমান্নে। দলকে জেতার পথে অনেকটাই এগিয়ে রেখেছেন তারা।

১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭১ রানে অপরাজিত আছেন করুনারত্নে, ৫৭ রান নিয়ে ব্যাট করছেন থিরিমান্নে। চতুর্থ দিনে বিস্ময়করভাবে উইকেট থেকে খুব বেশি সুবিধা আদায় করতে পারেননি স্পিনাররা।

সংক্ষিপ্ত স্কোর:

(চতুর্থ দিন শেষে)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৪৯

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৬৭

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৮৫

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১৩৩/০ (লক্ষ্য ২৬৮) ( করুনারত্নে ৭১*, থিরিমান্নে ৫৭* ; বোল্ট ০/২১, সাউদি ০/৮, সামারভিলে ০/৩৬, প্যাটেল ০/৩৭, স্যান্টনার ০/২৬)

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

53m ago