ফের স্মিথের ঝলক, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

Steven Smith
Photo: AFP

ঘোরতর বিপদ থেকে দলকে বাঁচিয়েছেন, বলের আঘাতে লুটিয়ে পড়েছেন, ফের উঠে দাঁড়িয়ে নেমেছেন ব্যাট হাতে। স্টিভেন স্মিথ যেন অন্য ধাঁচের ক্রিকেট খেলছেন এবারের অ্যাশেজে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল দল। সেই বিপর্যয় থেকে ফের দলকে বাঁচিয়ে লড়াইয়ে রাখলেন স্মিথ। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে আউট হলেও বড় লিড নিতে পারেনি ইংল্যান্ডে। উলটো দ্বিতীয় ইনিংসে তারা আছে বিপদে। শেষ দিনে অপেক্ষা করছে নাটকীয় কিছুর।

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের চারদিন পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে হাতে ৬ উইকেট নিয়ে ১০৪ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তাদের করা ২৫৮ রানের জবাবে ২৫০ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৬ রান তুলে দিন শেষ করেছে ইংলিশরা।

শেষ দিনে যেকোনো ফল এখনো সম্ভব, তবে ড্রয়ের পাল্লাই ভারি।

আগের দিনের ৪ উইকেটে ৮১ রান নিয়ে নেমে খানিকক্ষণ চালয়ে স্মিথকে রেখে ফেরত যান ম্যাথু ওয়েড। ৬ষ্ঠ উইকেটে সাবেক অধিনায়ককে সঙ্গ দিয়ে ভালো জুটি গড়েন বর্তমান অধিনায়ক টিম পেইন। তাদের ৬০ রানের জুটি ভাঙে ২৩ করা পেইনের আউটে।

প্যাট কামিন্সের সঙ্গে আরও ৪১ রান যোগ করে জোফরা আর্চারের বলে মাথায় চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। মাঠও ছাড়তে হয় তাকে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। তিনি মাঠ ছাড়ার পর নেমে পিটার সিডল এসে ফেরত যান। সবাইকে স্বস্তি দিয়ে স্মিথ নেমে পড়েন এরপরই। যদিও পারেননি তিন অঙ্কে যেতে, ১৬১ বলে ১৪ চারে তার ৯২ রানের ইনিংস শেষ হয় ক্রিস ওকসের বলে এলডব্লিও হয়ে।

স্মিথ ফেরার পর আর খুব বেশি এগোয়নি অসিদের ইনিংস। তারা ২৫০ রানে গুটিয়ে গেলে ৮ রানের লিড পায় ইংল্যান্ড।

অল্প লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে  কামিন্স আর সিডলের তোপে পড়ে ইংলিশরা। শুরুতেই জোড়া ধাক্কা দেন কামিন্স। জেসন রয় আর জো রুটকে তুলে নেন পর পর। সেট হওয়া রোরি বার্নস আর জো ডেনলিকে ছেঁটে ফেলেন সিডল। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপুনির মধ্যে দিন ৯৬ তে গিয়ে দিন শেষ করেছে অসিরা।

শেষ দিনে বেন স্টোকস ১৬ আর জস বাটলার ১০ রান নিয়ে নামবেন।

সংক্ষিপ্ত স্কোর:

(চতুর্থ দিন শেষে)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৫৮

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৫০

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩২.২ ওভারে ৯৬/৪ (বার্নস ২৯ , রয় ২, রুট ০, ডেনলি ২৬ , স্টোকস ১৬*, বাটলার ১০*; কামিন্স ২/১৬, হ্যাজেলউড ০/১৫, সিডল ২/১৯, লায়ন ০/২৯)

 

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

1h ago