আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪, আহত ৮৬৬ জন: যাত্রী কল্যাণ সমিতি

feni bus accident
১৫ আগস্ট ২০১৯, ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার লেমুয়া সেতু নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। ছবি: স্টার

চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে ২০৩টি সড়ক দুর্ঘটনায় ২২৪ জন নিহত এবং ৮৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ (১৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, গত ৬ থেকে ১৭ আগস্টের মধ্যে দেশের ৪১টি জাতীয় সংবাদপত্র ও ১১টি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, এই ১২ দিনে রেল দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৫ জন আহত এবং নৌ দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

এছাড়াও, নৌ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৫৯ জন নিখোঁজ হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

5h ago