লঙ্কানদের কাছে পাত্তাই পেলেন না শান্তরা

ছয়ে নেমে ৪৬ বলে ৭০ রানের ঝড় তুলেছিলেন ভানিন্দু হাসারাঙ্গা। পরে লেগ স্পিনে কাবু করেছেন নাজমুল হোসেন শান্তদের। তার অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড একেবারেই পাত্তা পায়নি শ্রীলঙ্কা ইমার্জিং দলের কাছে।

রোববার বিকেএসপিতে আগে ব্যাট করে ৩০৪ রান করে লঙ্কানরা। জবাবে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় এইচপি দল। ম্যাচ হারে ১৮৬ রানের বিশাল ব্যবধানে।

টস জিতে ব্যাট করতে গিয়ে দুই ওপেনার লঙ্কানদের পাইয়ে দেন ঝড়ো শুরু। বাঁহাতি পেসার শফিকুল দুই ওপেনারকেই বিদায় করেন। কিন্তু তিনে নামা অধিনায়ক চারিথা আসালাঙ্কা গড়ে দেন বড় রানের ভিত। খেলেন ৭৯ বলে ৭১ রানের ইনিংস।

শেষ দিকে ঝড় আসে হাসারাঙ্গা আর আশেন বান্দেরা। ৪৬ বলে ৭০ রানের ইনিংসে ৩ ছক্কা ও ৭ চার মারেন তিনি। বান্দারা খেলেন ১৭ বলে ২৯ রানের ইনিংস।

বিকেএসপির উইকেটে ৩০৫ রান তাড়া খুব কঠিন ছিল না। কিন্তু বাংলাদেশের তরুণরা রান তাড়ায় করেন হতাশ। কেবল ওপেনার সাইফ হাসান খেলেছেন ৫০ রানের ইনিংস। নাঈম শেখ ফেরেন ৫ রানে, অধিনায়ক শান্ত ব্যাট থেকে আসেনি ৮ রানের বেশি। ইয়াসির আলি রাব্বি কোন রানই করতে পারেননি। আফিফ হোসেন ফেরেন ১৯ রান করে

বুধবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে নামবে দুদল। বাংলাদেশকে ধসিয়ে মাত্র ১২ রানে ৪ উইকেট দেন হাসারাঙ্গা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ইমার্জিং দল: ৫০ ওভারে ৩০৪/৭ (নিসানকা ১৮, বিরাক্কডি ৩১, আসালঙ্কা ৭১, আশান ৩৩, মেন্ডিস ২৮, হাসারাঙ্গা ৭০, বান্দারা ২৯*, ড্যানিয়েল ৮, ফার্নান্দো ২*; শহিদুল ২/৭১, ইয়াসিন ১/৮৯, শফিকুল ২/২২, নাঈম ০/৫০, আফিফ ১/২৮, আমিনুল ১/৪৩)

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল: ২৮.৩ ওভারে ১১৮ (সাইফ ৫০, নাঈম ৫, শান্ত ৮, ইয়াসির ০, আফিফ ১৯, আমিনুল ০, মাহিদুল ১০, নাঈম ১, শহিদুল ০, ইয়াসিন ১, শফিকুল ০*; ফার্নান্দো ২/২৮, ড্যানিয়েল ০/২২, তুষারা ২/২১, আপন্সো ২/২৫, মেন্ডিস ০/৬, হাসারাঙ্গা ৪/১২)

ফল: শ্রীলঙ্কা ইমার্জিং দল ১৮৬ রানে জয়ী

 ম্যান অব দা ম্যাচ: ভানিদু হাসারাঙ্গা

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

1h ago