আজ রাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সরকারি সফরে আজ (১৯ আগস্ট) রাতে ঢাকায় আসছেন।
এ বছরের মে মাসে বিজেপি নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।
রাত ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানাবেন।
জয়শঙ্কর আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এর পরদিন তিনি ঢাকা ত্যাগ করবেন।
Comments