রাজধানীর হাতিরঝিল থেকে সন্দেহভাজন ৪ জঙ্গি আটক

Millitant Detained
১৯ আগস্ট ২০১৯, র‌্যাবের হাতে আটক হওয়া সন্দেহভাজন চার জঙ্গি সদস্য। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সন্দেহভাজন চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল গতকাল রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ‘আল্লাহর দল’ এর ভারপ্রাপ্ত আমীরসহ ওই চার সক্রিয় জঙ্গি সদস্যকে আটক করেছে।

এরা হলেন- পাবনার ইব্রাহিম আহমেদ হিরো (৪৬) ও মো. শফিকুল ইসলাম সুরুজ (৩৮), গাইবান্ধার আবদুল আজিজ (৫০) ও কুড়িগ্রামের মো. রশিদুল ইসলাম (২৮)।

আটককৃতদের কাছ থেকে মোবাইল, পেনড্রাইভ এবং হার্ডড্রাইভ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চার জন জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তিসহ নানাবিধ চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

Now