বায়ার্নের সঙ্গে কৌতিনহোর চুক্তি সম্পন্ন

বায়ার্ন মিউনিখে যোগ দিতে রোববারই জার্মানি গিয়েছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। যদিও দুই ক্লাব ঐক্যমত্যে পৌঁছেছিল দিন তিনেক আগেই। তবে এদিন আনুষ্ঠানিক ভাবে বায়ার্নে যোগ দিলেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। নতুন ক্লাবে আরিয়েন রোবেনের ১০ নম্বর জার্সি পরে খেলবেন কৌতিনহো।
ছবি: এএফপি

বায়ার্ন মিউনিখে যোগ দিতে রোববারই জার্মানি গিয়েছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। যদিও দুই ক্লাব ঐক্যমত্যে পৌঁছেছিল দিন তিনেক আগেই। তবে এদিন আনুষ্ঠানিক ভাবে বায়ার্নে যোগ দিলেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। নতুন ক্লাবে আরিয়েন রোবেনের ১০ নম্বর জার্সি পরে খেলবেন কৌতিনহো।

আপাতত এক বছরের জন্য ধারে বায়ার্নে যোগ দিলেন কৌতিনহো। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে এর জন্য ৮.৫ মিলিয়ন ইউরো তাদের দিবে জার্মান দলটি। এছাড়া বায়ার্ন কৌতিনহোর বেতনও পরিশোধ করবে। তবে চাইলে কৌতিনহোকে একেবারে রেখে দিতে পাড়বে বায়ার্ন। চুক্তিতে এমনটাই উল্লেখ রয়েছে। এর জন্য অবশ্য কাতালান ক্লাবটিকে ১২০ মিলিয়ন ইউরো প্রদান করতে হবে দলটিকে।

বার্সেলোনা ছেড়ে যেতে চাননি কৌতিনহো। তা সত্ত্বেও বায়ার্নে যোগ দিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ ব্রাজিলিয়ান, 'আমার জন্য নতুন একটি দেশে বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাবে এটা নতুন চ্যালেঞ্জ। আমি এর জন্য মুখিয়ে রয়েছি। বায়ার্নের মতোই আমার লক্ষ্যটাও বড়। আমি নিশ্চিত যে নতুন সতীর্থদের সঙ্গে আমি আমার লক্ষ্য অর্জন করবো।'

বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেছেন, 'আমরা অনেক দিন থেকেই ফিলিপ কৌতিনহোকে পেতে কাজ করেছি। এবং আমরা খুব খুশি যে শেষ পর্যন্ত এটা করতে পেরেছি। বার্সেলোনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এ চুক্তিটা করার জন্য। আমাদের দলে এমন একজন খেলোয়াড় আসলো যে তার সৃজনশীলতা এবং দুর্দান্ত কৌশল দিয়ে আমাদের আক্রমণভাগ শক্তিশালী করবে।'

বার্সেলোনায় কৌতিনহোর সময়টাও ভালো কাটছিল না। যদিও শুরুটা খারাপ হয়নি তার। ২০১৮ সালের শীতকালীন দলবদলে যোগ দিয়ে ভাঙা মৌসুমে ভালোই খেলেছিলেন। দলও সন্তুষ্ট ছিল। কিন্তু পরে নতুন মৌসুমে ধীরে ধীরে রঙ হারাতে থাকেন। একসময় দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি।

২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছাড়ার পরই তার জায়গা পূরণ করতে পরের বছরের শীতকালীন দলবদলে লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কৌতিনহোকে কিনেছিল বার্সেলোনা। দুই মৌসুম পর পিএসজি থেকে আবার বার্সায় ফিরতে চাইছেন নেইমার। তাই তাকে পেতে কৌতিনহোকে বেঁচে দিতেই চেয়েছিল কাতালান ক্লাবটি। শেষপর্যন্ত দেন দরবার ঠিকভাবে না হওয়ায় ধারেই পাঠাতে হয়েছে কৌতিনহোকে।

বার্সেলোনায় সবমিলিয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন কৌতিনহো। তাতে গোল করেছেন ২১টি। দলের হয়ে জিতেছেন দুটি লা লিগার শিরোপা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago