টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে উইলিয়ামসন, নেতৃত্ব দেবেন সাউদি

শ্রীলঙ্কা সফরে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তার অনুপস্থিতিতে এই সিরিজে কিউই দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।
williamson and southee
কেন উইলিয়ামসন (বামে) ও টিম সাউদি। ছবি: এএফপি

শ্রীলঙ্কা সফরে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তার অনুপস্থিতিতে এই সিরিজে কিউই দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।

তিন ম্যাচের সিরিজের জন্য মঙ্গলবার (২০ অগাস্ট) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্রাম পেয়েছেন তারকা পেসার ট্রেন্ট বোল্টও। স্কোয়াডে ফিরেছেন চোটের কারণে ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে না পারা বিগ হিটার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম সেইফার্ট। ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল।

আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার জন্য সঠিক স্কোয়াড বেছে নিতে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে নিউজিল্যান্ড। তারই অংশ হিসেবে উইলিয়ামসন-বোল্টকে বিশ্রামে রেখে অন্যদের পরখ করে দেখতে চাইছেন দলটির নির্বাচকরা। তাছাড়া টানা ক্রিকেট খেলার ধকল থেকেও দলের এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে মুক্তি দিতে চাইছেন তারা।

তিনটি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। সিরিজ শুরু আগামী ১ সেপ্টেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের নিউজিল্যান্ড স্কোয়াড:

টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কাগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, সেথ র‍্যান্স, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, রস টেইলর।

Comments

The Daily Star  | English

Religious affairs ministry directs DCs to maintain peace, order at mazars

The directive was issued in response to planned attacks on shrines, allegedly aimed at embarrassing the interim government

46m ago