সানি লিওনি বাংলাদেশের সিনেমায়
বলিউড অভিনেত্রী সানি লিওনিকে বাংলাদেশের সিনেমার আইটেম গানে দেখা যাবে। তিনি ‘বিক্ষোভ’ নামের আইটেম গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি।
বাংলাদেশের কোনো ছবিতে এই প্রথম কাজ করছেন এই বলিউড অভিনেত্রী। ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। এ প্রসঙ্গে ছোট্ট একটি ভিডিওবার্তাও দিয়েছেন সানি লিওনি।
ছবির পরিচালক শামীম আহমেদ রনি মুম্বাই থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বিক্ষোভ ছবিতে চমকটির জন্য আমরা অনেক দিন ধরেই সানির ম্যানেজারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে গতকাল সানির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমাদের পরিকল্পনা তাকে বলার পর তার পছন্দ হয়েছে। পরে চুক্তি সাক্ষর করেন তিনি।”
তিনি আরও বলেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে। গানে সানি লিওনির সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে।
Comments