কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার
রাস্তার পাশের ফুটপাতে একদল কুকুরকে কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে এগিয়ে যান পুলিশের টহলরত উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান। তিনি কৌতুহলবশত এগিয়ে গিয়ে দেখেন সেখানে এক জীবন্ত নবজাতক।
আজ (২০ আগস্ট) ভোর ৫টার দিকে এমন ঘটনা ঘটে বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়।
এসআই মোস্তাফিজ বলেন, “যখন নবজাতক মেয়েটিকে দেখতে পেলাম তখন মর্নিং ওয়াকে বের হওয়া এক নারীর সহায়তায় বাচ্চাটিকে ফুটপাত থেকে তুলে নেই। তারপর, দ্রুত তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই।”
তিনি আরো জানান, নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক তার মায়ের খোঁজ করি এবং জনতা ব্যাংকের সামনে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তার সন্ধান পাই।
মায়ের বয়স ২৫ থেকে ২৬ বছর হতে পারে উল্লেখ করে তিনি আরো জানান, এই নারীকে প্রায়ই আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ভাসমান অবস্থায় দেখা যেতো। পরে তাকে ও তার কন্যশিশুকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।
পুলিশের সহকারী কমিশনার (ডবল মুরিং জোন) আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, “মা ও মেয়ে দুজনকেই চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
Comments