বিক্রির সময় ২২ দিন বয়সী নবজাতক উদ্ধার
২২ দিন বয়সী এক নবজাতককে বিক্রির সময় শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে পরিবারের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
নবজাতক বিক্রি চেষ্টায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে বলে হিমাইতপুর পুলিশ ক্যাম্পের ইন-চার্জ এসই মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. হেলাল উদ্দিন শিশুটিকে বিক্রির চেষ্টা করছিলেন। এছাড়া হেলালের স্ত্রী আন্নি খাতুন, তার শ্বশুর মো. আব্দুল্লাহ ও শাশুড়ি রুজি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শিশুটিকে নিজের পরিবারে বড় করার কথা বলে গত সপ্তাহে রাজধানীর উত্তরায় একটি গরিব পরিবার থেকে দত্তক নিয়েছিল দিনমজুর হেলাল। কিন্তু পাবনায় নিয়ে গিয়ে মাত্র ২০ হাজার টাকায় সে শিশুটিকে বিক্রি করার চেষ্টা চালায়।
শিশুটির প্রকৃত বাবা-মাকে ঢাকায় খোঁজা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।
Comments