বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে হিমেল
২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে শুরুতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সে ম্যাচকে সামনে রেখে কদিন আগেই ২৫ জনের প্রাথমিক দল দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার সে দলে চতুর্থ গোলরক্ষক হিসেবে আরামবাগের মাজহারুল ইসলাম হিমেলকে ডাকলেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফে।
শুরুতে তিন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকোকে নিয়ে প্রাথমিক দলে ঘোষণা করেছিল বাফুফে। হিমেলসহ মোট ২৬ জনের স্কোয়াড নিয়ে আগামী শুক্রবার থেকে শুরু হবে ক্যাম্প। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এরপর ১ সেপ্টেম্বর দল তাজিকিস্তানের উদ্দেশে রওনা দেবে দলটি।
বিশ্বকাপ বাছাইয়ের পাশাপাশি একই সঙ্গে ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইও হবে এ রাউন্ডেই। আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে প্রথম লেগে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে আফগানিস্তান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ রয়েছে ভারত, ওমান ও বিশ্বকাপের স্বাগতিক কাতার।
প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকু ও মাজহারুল ইসলাম হিমেল।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, মনজুরুর রহমান, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, নুরুল নাইয়ুম ফয়সাল ও ইয়াসিন আরাফাত।
মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।
ফরোয়ার্ড: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।
Comments