চোট কাটিয়ে মাঠের অনুশীলনে মেসি
ইনজুরির যে অবস্থা তাতে রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারবেন না লুইস সুয়ারেজ। উসমান দেম্বেলে তো পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তাই আগামী ম্যাচে আক্রমণভাগ সাজানোই বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে বার্সেলোনার জন্য। তবে আশার কথা ইনজুরি কাটিয়ে মাঠে অনুশীলনে ফিরেছেন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। বুধবার পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
অনুশীলনে মেসির বেশ কিছু ছবি প্রকাশ করে সংবাদ প্রকাশ করেছেন স্প্যানিশ গণমাধ্যম এএস। সংবাদে আরও বলা হয়েছে, মেসি খুব দ্রুত উন্নতি করছেন। বেতিসের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন এ তারকা। আর তার জন্য কঠিন পরিশ্রম করছেন এ আর্জেন্টাইন। তবে এখনও একাই অনুশীলন করছেন তিনি। স্কোয়াডের সঙ্গে আগামী শুক্র অথবা শনিবার অনুশীলন করবেন বলে জানানো হয়েছে সংবাদে।
মৌসুম শুরুর সপ্তাহ খানেক আগে হঠাৎ করেই কাফ মাসেলের ইনজুরিতে পড়েছিলেন মেসি। আর তার অভাবটা লা লিগার প্রথম ম্যাচেই হাড়েহাড়ে টের পেয়েছে কাতালান ক্লাবটি। অপেক্ষাকৃত দুর্বল অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে যায় দলটি। আশা করা যাচ্ছে আগামী রোববার রিয়াল বেতিসের সঙ্গে ম্যাচেই খেলবেন মেসি।
গ্রীষ্মের ছুটি কাটিয়ে গত ৫ আগস্ট অনুশীলনে যোগ দেন মেসি। প্রথম দিনেই ডান পায়ের কাফ মাসেলে টান লাগে তার। যদিও কিছুটা চোট আগে থেকেই ভোগাচ্ছিল তাকে। অনুশীলনের এক পর্যায়ে অস্বস্তি বোধ করতে থাকেন মেসি। পরে ডান পায়ের পরীক্ষা করা হয়। সেখানে গ্রেড ওয়ান মাত্রার চোট ধরা পড়ে। এর দিন পাঁচেক পরই অবশ্য জিমে অনুশীলন করেন মেসি। ক্লাব থেকে এর একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়।
Comments