নিজের কাজটা করেই দলে থাকতে চান মুমিনুল

Mominul Haque
ছবি: বিসিবি

কোচ থাকার সময় চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় হতে পারেননি বলে অনেক হ্যাপা পোহাতে হয়েছিল মুমিনুল হককে। গুঞ্জন আছে হাথুরুসিংহের প্রিয় নয় বলেই বাদও পড়েছিলেন তিনি। সমালোচনার  পর ফেরেন দলে। হাথুরুসিংহে অধ্যায়ের পর স্টিভ রোডসের আমলে অবশ্য নির্বিঘ্নে খেলে গেছেন একটাই ফরম্যাট খেলা মুমিনুল। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর এই বাঁহাতি ব্যাটসম্যানের ভাবনা, কোচের চিন্তা যেমনই হোক, কেবল নিজের কাজটা করে যেতে পারলেই আসলে দলে থাকা যায়।

দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে রাসেল ডমিঙ্গোর সঙ্গে আলাপ পরিচয় হয়েছে মুমিনুলের। তবে কেবল আলাপ পরিচয়ই, সেভাবে এখনো কাজ শুরু করেননি। তবে কাজ শুরুর পর কোচের ‘গুডবুকে’ ঠাঁই পেতে বাড়তি কোন মরিয়া ভাবও নেই মুমিনুলের। বরং ফিটনেস আর ক্রিকেটীয় স্কিলগুলো ভরসা করেই এগুতে আত্মবিশ্বাসী তিনি, ‘কোচ কি চাচ্ছে সেটা চিন্তা না করে আমার কাজটা ঠিক মতো করা। ফিটনেস ঠিক করে ব্যাটিং বোলিং নিয়ে ঠিক মতো কাজ করলে কোচ যেমনই হোক না কেন দলে এমনিতেই সুযোগ পাওয়া যাবে।’

সব শেষ তিন টেস্টে ফিফটি নেই মুমিনুলের ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের বিপক্ষে রান পাননি। অবশ্য দীর্ঘ দিন টেস্ট থেকেও বাইরে আছে বাংলাদেশ। এর ভেতরে ভারতে গিয়ে মিনি রঞ্জিতে খেলে এসেছেন, সেঞ্চুরি পেয়েছেন। এই অবস্থায় ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো করতে কেবল নতুন কোচের পরামর্শের অপেক্ষা করেই বসে নেই তিনি, ‘সেভাবে এখনো কোন কিছু চিন্তা করিনি (ব্যাটিং নিয়ে নতুন কোচের সঙ্গে আলাপ)। সবারই কিন্তু ব্যক্তিগত কোচ থাকে। এমন না যে ওনার কাছ থেকে সবকিছু নিবো। উনি (ডমিঙ্গো) যেটা পরামর্শ দেবেন আমার জন্য যেটা ভালো হবে সেটাই নেওয়া চেষ্টা করবো।’

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago