মেসি থাকাতেই বার্সায় জ্বলে উঠতে পারেননি কৌতিনহো: রিভালদো

লিভারপুলে থাকতে কি দুর্দান্তই না খেলতেন ফিলিপ কৌতিনহো। তাই নেইমার চলে যাওয়ার পর শূন্যতা পূরণ করতে তাকে দলে টানে বার্সেলোনা। কিন্তু বার্সেলোনায় সেই কৌতিনহোকে খুঁজেই পাওয়া যায়নি। দুই একটা বিচ্ছিন্ন ছাড়া ম্যাচ ছাড়া পুরোটাই ছিলেন বোতলবন্দী। দলে লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড় থাকাতেই কি নিজেকে মেলে ধরতে পারেননি এ ব্রাজিলিয়ান? অন্তত ক্লাবটি সাবেক তারকা রিভালদো ভাবছেন এমনটাই।
ছবি: এএফপি

লিভারপুলে থাকতে কি দুর্দান্তই না খেলতেন ফিলিপ কৌতিনহো। তাই নেইমার চলে যাওয়ার পর শূন্যতা পূরণ করতে তাকে দলে টানে বার্সেলোনা। কিন্তু বার্সেলোনায় সেই কৌতিনহোকে খুঁজেই পাওয়া যায়নি। দুই একটা বিচ্ছিন্ন ছাড়া ম্যাচ ছাড়া পুরোটাই ছিলেন বোতলবন্দী। দলে লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড় থাকাতেই কি নিজেকে মেলে ধরতে পারেননি এ ব্রাজিলিয়ান? অন্তত ক্লাবটি সাবেক তারকা রিভালদো ভাবছেন এমনটাই।

লিভারপুলে উড়তে থাকা কৌতিনহোর হঠাৎ ছন্দপতনের কারণ উল্লেখ করে অনেক ফুটবল বোদ্ধাই নানা মন্তব্য করছেন। তবে ব্যর্থতার জন্য কিছুটা কৌতিনহোকেও দায় দিচ্ছেন রিভালদো, 'এটা এতো সহজ না যে দলে লিওনেল মেসির মতো খেলোয়াড় থাকে সেখানে নিজের জায়গা খুঁজে পাওয়া। মেসি ধারাবাহিকভাবে ভালো খেলে সকল কৃতিত্ব ও দায়িত্ব নিয়ে নেয়। পৃথিবীতে খুব কম খেলোয়াড়ই এমন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার সামর্থ্য রাখে। হয়তো দলে জায়গা করে নেওয়ার জন্য কৌতিনহোর এতোটা ধৈর্য ছিল না। আর্জেন্টাইন তারকা দলের নেতা এবং সে তার সেরা খেলাটা আরও তিন চার বছর খেলবে। তাই অন্য কোন খেলোয়াড় বার্সেলোনায় সেরা ছন্দে জ্বলে ওঠা খুবই কঠিন।'

লিভারপুল থেকে কৌতিনহোকে আনতে বেশ খরচ করতে হয়েছিল বার্সেলোনাকে। সবমিলিয়ে ১৪২ মিলিয়ন ইউরো। কিন্তু তার সিকিভাগও উসুল হয়নি। ব্যর্থতার ষোলোকলা পূরণ করা এ খেলোয়াড়কে শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখে ধারে পাঠিয়েছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে এর জন্য ৮.৫ মিলিয়ন ইউরো তাদের দিবে জার্মান দলটি। চুক্তিতে আবার তাকে স্থায়ীভাবে কিনে রাখার অপশনও রয়েছে। যদিও এর জন্য জার্মান ক্লাবটিকে গুনতে হবে ১২০ মিলিয়ন ইউরো।

বায়ার্নে যোগ দিতে গত রোববারই জার্মানি গিয়েছিলেন কৌতিনহো। যদিও দুই ক্লাব ঐক্যমত্যে পৌঁছেছিল তার দিন তিনেক আগেই। তবে সোমবার আনুষ্ঠানিক ভাবে বায়ার্নে যোগ দেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। নতুন ক্লাবে আরিয়েন রোবেনের ১০ নম্বর জার্সি পরে খেলবেন কৌতিনহো।

সবমিলিয়ে কৌতিনহোর বার্সেলোনা ছাড়া পছন্দ হয়নি রিভালদোর, 'আমি সবসময় বিশ্বাস করি বার্সেলোনায় ফিলিপ কৌতিনহোর সাফল্য পাওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু এটা একটু সময় নিচ্ছে এবং এর মধ্যে দুই পক্ষই বায়ার্ন মিউনিখে দল বদলের সিদ্ধান্ত নিয়েছে। আমি খুবই হতাশ যে সে বার্সেলোনায় প্রথম একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেনি। হয়তো সে এর জন্য আত্মবিশ্বাসী ছিল না অথবা অসুখী ছিল। তাই লিভারপুলে সে যে ছন্দে ছিল তা ফিরে পেতে আরও একটি বড় ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

২০১৮ সালের শীতকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দিয়ে অবশ্য ভাঙা মৌসুমে খুব একটা খারাপ খেলেননি কৌতিনহো। দলও সন্তুষ্ট ছিল। কিন্তু পরে নতুন মৌসুমে ধীরে ধীরে রঙ হারাতে থাকেন। একসময় দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। কাতালান ক্লাবে সবমিলিয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন কৌতিনহো। তাতে গোল করেছেন ২১টি। দলের হয়ে জিতেছেন দুটি লা লিগার শিরোপা।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

5h ago