রাকিতিচের কারণে ভিদালকে পাচ্ছে ইন্টার মিলান

ছবি: এএফপি

ইন্টার মিলানের রাডারে গত মৌসুমেই ছিলেন আর্তুরো ভিদাল। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি ইতালিয়ান দলটি। ভিদালও স্প্যানিশ জায়ান্টদের প্রাধান্য দিয়েছিলেন। সেই ভিদালকে চলতি মৌসুমের পাওয়ার খুব কাছে চলে এসেছে ইন্টার। আর তার মূল কারণ ইভান রাকিতিচকে রেখে দিচ্ছে কাতালান ক্লাবটি। তাই ভিদালকে এক মৌসুমের জন্য ধারে ইন্টার মিলানে দেখা যেতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিওমেরকাতো।

মাঝ মাঠে বেশ কিছু বাড়তি খেলোয়াড় রয়েছে বার্সেলোনার। তার উপর চলতি মৌসুমে ফ্রাঙ্কি ডি ইয়ংকে কিনেছে দলটি। তাই ইভান রাকিতিচকে বেচে দিতে চেয়েছিল তারা। গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা ভিদালকে ধরে রাখতে চেয়েছিল দলটি। কিন্তু লা লিগায় নিজের প্রথম ম্যাচেই বদলে যায় সব। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না রাকিতিচ। দ্বিতীয়ার্ধে মাঠে যখন নামেন তখন খেলার পরিস্থিতিই বদলে যায়। মাঝমাঠ নিয়ন্ত্রণ করে বেশ কিছু আক্রমণের উৎস ছিলেন রাকিতিচ। তাতেই সিদ্ধান্ত বদল। তবে ভিদালকে একেবারে বেচে দিতে চাইছেন না বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে। আপাতত তাকে ধারে পাঠিয়ে মধুর সমস্যা দূর করতে চান তিনি।

অবশ্য রাকিতিচ এবং ভিদাল দুই খেলোয়াড়কে পেতে গত মৌসুম থেকেই চেষ্টা করে যাচ্ছে ইন্টার। চলতি মৌসুমেই রাকিতিচের ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছিলও। কিন্তু মাঝ পথে আটকে যায়। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার দুই সপ্তাহ আগে চিলির এ মিডফিল্ডারকে পাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে ইন্টার। ক্যালসিওমেরকাতো দাবি করছে এমনটাই।

সংবাদে আরও বলা হয়েছে, মিডফিল্ডারের আধিক্যের কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বার্সেলোনা। রাকিতিচ ও ভিদালের মধ্যে একজন খেলোয়াড়কে ধরে রাখতে চায় তারা। মৌসুমের শুরুতেই ধারের চুক্তিটি সম্পন্ন হলে আগামী গ্রীষ্ম পর্যন্ত সাবেক জুভেন্টাস তারকাকে পাবে ইন্টার।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

15m ago