উইন্ডিজ পেসারদের তোপে চাপে ভারত

west indies and roach
ছবি: এএফপি

শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে পথ দেখাচ্ছিলেন আজিঙ্কা রাহানে। ব্যাট করছিলেন একপ্রান্ত আগলে। তবে দিনের শেষভাগে তাকেও সাজঘরে ফেরাতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। তাদের পেসারদের তোপে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে চাপে পড়েছে ভারত।

বৃহস্পতিবার (২২ অগাস্ট) বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ২০৩ রান তুলেছে বিরাট কোহলির দল। উইকেটে আছেন রিশভ পান্ত ২০ ও রবীন্দ্র জাদেজা ৩ রানে।

এদিন বৃষ্টি বাগড়া দিয়েছে বেশ কয়েকবার। আউটফিল্ড ভেজা থাকায় খেলা নির্ধারিত সময়ের পর শুরু হয়। মাঝে একই কারণে খেলা বন্ধ থাকে বেশ কিছুটা সময়। দিনের শেষে আবার বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায়। ফলে সবমিলিয়ে ৬৮.৩ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি।

টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া উইন্ডিজের দুই পেসার কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল দাপট দেখান নর্থ সাউন্ডের উইকেটে। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মায়াঙ্ক আগারওয়ালকে রিভিউ নিয়ে ফেরান রোচ। তিন বল পর চেতেশ্বর পুজারাকেও আউট করেন তিনি। দুজনই ক্যাচ দেন উইকেটরক্ষক শেই হোপের হাতে। ক্রিজে থিতু হতে পারেননি ভারতীয় দলনেতা কোহলিও। তার উইকেটটি নেন গ্যাব্রিয়েল।

২৫ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন ওপেনার লোকেশ রাহুল ও রাহানে। দুজনে গড়েন ৬৮ রানের জুটি। ৯৭ বলে ৪৪ রান করা রাহুলকে হোপের ক্যাচ বানিয়ে বিদায় করে জুটি ভাঙেন স্পিনার রোস্টন চেজ।

এরপর দিনের সেরা জুটিটা পায় ভারত। হনুমা বিহারিকে নিয়ে ৮২ রান যোগ করেন রাহানে। তাতে ভালো অবস্থানের দিকে এগিয়ে যেতে থাকে ভারত। কিন্তু ১৪ রানের ব্যবধানে দুজন বিদায় নেওয়ায় ফের বিপাকে পড়ে ভারত।

৫৬ বলে ৩২ রান করা বিহারি হন রোচের তৃতীয় শিকার। তার ক্যাচটিও লুফে নেন হোপ। আর দারুণ খেলতে থাকা রাহানের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন গ্যাব্রিয়েল। বল স্ট্যাম্পে টেনে এনে বোল্ড হওয়ার আগে তিনি ১০ চারে ১৬৩ বলে করেন ৮১ রান।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)

ভারত প্রথম ইনিংস: ২০৩/৬ (৬৮.৫ ওভারে) (রাহুল ৪৪, আগারওয়াল ৫, পুজারা ২, কোহলি ৯, রাহানে ৮১, বিহারি ৩২, পান্ত ২০*, জাদেজা ৩*; রোচ ৩/৩৪, গ্যাব্রিয়েল ২/৪৯, হোল্ডার ০/২৭, কামিন্স ০/৪৫, চেজ ১/৪২)।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago