পশ্চিমবঙ্গে জন্মাষ্টমীর অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়েছে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন পুণ্যার্থী।

শুক্রবার দিবাগত ভোরে জেলার বসিরহাট মহকুমার কচুয়ার লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এই ঘটনা ঘটেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় আহতদের চিকিৎসার ভার নিয়েছে রাজ্য সরকার এবং নিহতদের পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে।

একই সঙ্গে এই ঘটনার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন রাজ্যটির প্রশাসনিক প্রধান। শুক্রবার সকালে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওই ঘটনায় আহতদের দেখতে যান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থী লোকনাথ ব্রহ্মচারীর মাথায় জল ঢালতে বিভিন্ন প্রান্ত থেকে কচুয়া ধামে আসতে শুরু করেন। গভীর রাতে পূজার নির্ঘণ্ট শুরু হতে সেখানে লম্বা লাইন পড়ে যায়।

প্রায় তিন কিলোমিটার দীর্ঘ লানেই হাজার হাজার মানুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাথায় জল ঢালর অপেক্ষা করেন। ঠিক তখনই পুণ্যার্থীদের ভিড়ে একটি দেওয়াল ভেঙে যায়। এতে হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

আহতদের অনেকেই বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। কিন্তু অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে ১৪ জনকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

3h ago