রাজধানীতে ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু
ডেঙ্গু জ্বরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিয়ান নামে আটবছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে।
ঢাকা শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আবদুল হাকিম জানান, ডেঙ্গু নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলো আরিয়ান। আজ বিকেল সাড়ে তিনটায় তার মৃত্যু হয়।
এ বছর ডেঙ্গু জ্বরে ঢাকা শিশু হাসপাতালে ১২ জন মারা গেছে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে ১০৯ জন শিশুকে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গতকাল পর্যন্ত ৫৯ হাজার ৫৯২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে ২৩ হাজার ৮৪৬ জন রয়েছেন। ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৪৭ জন মারা গেছেন।
যদিও বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি।
Comments