রাঙামাটিতে ‘বন্দুকযুদ্ধে’ ইউপিডিএফ সদস্য নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যের মৃত্যু হয়েছে।
পুলিশের বরাত দিয়ে আমাদের রাঙামাটি সংবাদদাতা জানান, নিহতের নাম শান্তিময় চাকমা সুমন (৩৫)। তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি ছিলেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল মজুমদার জানান, সাজেক ইউনিয়নের রেতকাবা এলাকায় সকাল ১১টার দিকে এই বন্দুকযুদ্ধ হয়। এতে সেনাবাহিনীর টহল দলের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনের মরদেহ এবং দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর সেনাবাহিনী ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে।
Comments