ইংল্যান্ডকে গুঁড়িয়ে হেডিংলিতেও দাপট অস্ট্রেলিয়ার
প্রথম দিনে দুশোর নিচে গুটিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে জস হ্যাজেলউডের তোপে ইংল্যান্ডকে মাত্র ৬৭ রানে গুঁড়িয়ে ওই রানেই তারা পেয়েছে ১১২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশেন সেই লিড নিয়ে গেছেন তিনশোর কাছে।
হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে হাতে ৪ উইকেট নিয়ে ২৮১ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আগের দিন অসিদের ১৭৯ রানের জবাবে মাত্র ৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নেমে লেবুশানের ফিফটিতে বড় লক্ষ্য দিতে চলেছে অ্যাশেজে এগিয়ে থাকা সফরকারীরা। প্রথম ইনিংসে ৭৪ করা এই তরুণ এবার অপরাজিত আছেন ৫৩ রানে।
দিনের শুরুতেই ইনিংস শুরু করা জেসন রয় আর জো রুটকে তুলে নেন হ্যাজেলউড। প্যাট কামিন্স ফেরান রোরি বার্নসকে। টপ অর্ডারের ধস থামতে পারেনি মিডল অর্ডারের কেউও। চারে নামা জো ডেনলি ছাড়া কেউ যেতে পারেননি দুই অঙ্কে।
ইংল্যান্ডকে ৬৭ রানে গুঁড়িয়ে দিতে মাত্র ৩০ রান খরচায় ৫ উইকেট নেন হ্যাজেলউড, কামিন্স নেন ২৩ রানে ৩ উইকেট।
পেস বান্ধব উইকেটে দ্বিতীয় ইনিংসে রন পাননি ডেভিড ওয়ার্নার। ট্রেভিস হেড, ম্যাথু ওয়েড খেলেন মাঝারি ইনিংস। তবে দৃঢ়তার প্রতিবিম্ব হয়ে টিকে যান লেবুশান। তার ফিফটিতে এরই মধ্যে জেতার মতো পূঁজি পেয়ে গেছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
(দ্বিতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৭৯
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৭.৫ ওভারে ৬৭ (বার্নস ৯, রয় ৯, রুট ০, ডেনলি ১২, স্টোকস ৮, বেয়ারস্টো ৪, বাটলার ৫, ওকস ৫, আর্চার ৭, ব্রড ৪*, লিচ ১; কামিন্স ৩/২৩ হ্যাজেজেলউড ৫/৩০, লায়ন ০/২, প্যাটিনসন ২/৯)।
অস্ট্রেলিয়া দ্বিতীয়য় ইনিংস: ৫৭ ওভারে ১৭১/৬ (হ্যারিস ১৯, ওয়ার্নার ০, খাওয়াজা ২৩, লাবুশেন ৫৩*, হেড ২৫, ওয়েড ৩৩, পেইন ০, প্যাটিনসন ২*; আর্চার ০/১৬, ব্রড ২/৩৪, ওকস ১/৩৪, লিচ ১/৪৬, স্টোকস ২/৩৩)
Comments