ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮
ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদি নামক স্থানে দ্রুতগামী বাস সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮ জন।
আজ (২৪ আগস্ট) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস উপজেলার ধুলদি নামক স্থানে সেতুর ওপর একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিসহ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীসহ ছয়জন মারা যান এবং আরও ২০ জন আহত হন।
নিহতদের মধ্যে তিন জন নারী এবং পাঁচ জন পুরুষ রয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।
ফরিদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা দুলাল হোসেনের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় জানা যায়নি।
Comments