ঈদুল আজহার ছুটিতে ১৩৫ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮৫: নিসচা
ঈদুল আজহার ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৫৫ জন। সেসময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা ১৩৫টি।
গত ১০ আগস্ট থেকে ১৮ আগস্ট এই নয়দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পর্যবেক্ষণে বলা হয়।
এতে আরো বলা হয়- এ বছর ঈদুল ফিতরে দুর্ঘটনার সংখ্যা ছিলো ১২৭টি। সেসময় নিহত হন ১৮৪ জন এবং আহত হন ৩৩২জন।
নিসচার সাধারণ সম্পাদক লিটন এরশাদ আজ (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সংস্থাটির পর্যবেক্ষণ তুলে ধরেন।
তিনি জানান, নিসচার ১২০টি শাখা সংগঠনের নেতাকর্মীদের দেওয়া তথ্যের পাশাপাশি বিভিন্ন পত্রিকা, পত্রিকার অনলাইন সংস্করণ, স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলের তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলেও জানানো হয় পক্ষ থেকে।
সংস্থাটির পর্যবেক্ষণে আরো দেখা যায়- এ বছর ঈদুল ফিতরে সড়কপথে ঈদযাত্রার তুলনায় ঈদুল আজহার ঈদযাত্রা ভোগান্তিতে পরিণত হয়। বিশেষ করে উত্তরবঙ্গে ঈদযাত্রার মানুষদের বেশ ভোগান্তিতে পড়তে হয় বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
Comments