অ্যান্টিগা টেস্টের লাগাম ভারতের হাতে

প্রথম ইনিংসে জুতসই রান আসেনি, তাতে ক্ষতি কিছু হয়নি। ৭৫ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছেন বিরাট কোহলি। অধিনায়কের সঙ্গে মিলে দায়িত্ব নিয়েছেন আজিঙ্কা রাহানে। তাতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দেওয়ার দিকে ছুটছে ভারত।

প্রথম ইনিংসে জুতসই রান আসেনি, তাতে ক্ষতি কিছু হয়নি। ৭৫ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছেন বিরাট কোহলি। অধিনায়কের সঙ্গে মিলে দায়িত্ব নিয়েছেন আজিঙ্কা রাহানে। তাতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দেওয়ার দিকে ছুটছে ভারত।

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ভারত এগিয়ে আছে ২৬০ রানে। হাতে এখনো আছে ৭ উইকেট আর পাক্কা দুই দিন। ৫১ রান নিয়ে কোহলি আর ৫৩ রান নিয়ে খেলছেন রাহানে। অনায়াসে লিডকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার পথে আছেন তারা।

আগের দিন ৮ উইকেটে ১৮৯ রান নিয়ে খেলতে নেমে টেল এন্ডারদের নিয়ে এদিন শুরুতে বেশ কিছুটা লড়াই চালান ক্যারিবিয় অধিনায়ক জেসন হোল্ডার। যোগ করেন আরও ৩৩ রান। যার অধিকাংশই হোল্ডারের ব্যাট থেকে। তবে ৩৯ করে হোল্ডার ফিরতেই তড়িঘড়ি ইনিংস গুটায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার মৈনাক আগারওয়াল ফেরেন রোস্টন চেজের স্পিনে। থিতু হয়ে চেজের বলে বোল্ড হন লোকেশ রাহুল। একই অবস্থা চেতশ্বর পূজারার। থিতু হওয়া পূজারাকে ছাঁটেন কেমার রোচ।

৮১ রানে ৩ উইকেট হারানো ভারত এরপর আর কোন বিপর্যয়ে পড়েনি। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়ে কোহলি-রাহানে দিচ্ছেন বড় কিছুর ইঙ্গিত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ২৯৭

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: (আগের দিন শেষে ১৮৯/৮) ৭৪.২ ওভারে ২২২ (হোল্ডার ৩৯, কামিন্স ০, গ্যাব্রিয়েল ২*; ইশান্ত ৫/৪৩, বুমারাহ ১/৫৫, শামি ২/৪৮, জাদেজা ২/৬৪, বিহারী ০/৭)

ভারত দ্বিতীয় ইনিংস: ৭২ ওভারে ১৮৫/৩ (রাহুল ৩৮, আগারওয়াল ১৬, পুজারা ২৫, কোহলি ৫১*, রাহানে ৫৩*; রোচ ১/১৮, গ্যাব্রিয়েল ০/৩০, চেইস ২/৬৯, হোল্ডার ০/১৭, কামিন্স ০/১৫, ক্যাম্পবেল ০/১০, ব্র্যাথওয়েইট ০/২৪)

Comments

The Daily Star  | English
RMG export to EU rises

Garment export to US falls 9.16% in Jan-Aug

Data released from the Office of Textiles and Apparel (OTEXA) showed the fall

2h ago