শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

bnagladesh u-19 football
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। ফাইল ছবি: বাফুফে

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা। ৭-১ গোলের বড় জয় পেয়েছে দলটি। একাই ৪টি গোল করেছেন আল-আমিন। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে তারা হারিয়েছিল ৫-২ গোলে ব্যবধানে।

কলকাতার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশ। প্রথমার্ধেই আদায় করে নেয় ৩টি গোল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল শ্রীলঙ্কা। তাতে একটি গোল শোধ করতে পারলেও উল্টো হজম করে আরও ৪টি গোল। সবমিলিয়ে লঙ্কানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে লাল-সবুজের দল।

শুরু থেকে আক্রমণাত্মক খেললেও গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৩২তম মিনিট পর্যন্ত। প্রথম গোলটি করেন আল-আমিন। ৮২তম মিনিটে গোল করেন রকিবুল। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আল-আমিন। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেই তিন মিনিট না পেরোতেই ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। গোল করেন আল-মিরাদ। এর দুই মিনিট পর নিজেদের ভুল একটি গোল হজম করে তারা। এক ডিফেন্ডার ঠিকমতো বল না পারলে ফাঁকায় বল পেয়ে গোল করে ব্যবধান কমান শ্রীলঙ্কার ফরোয়ার্ড ইনসান মোহাম্মদ মিহরান।

৫৯তম মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। তা থেকে নিজের হ্যাটট্রিক আদায় করে নেন আল-আমিন। এর আট মিনিট পর বদলী খেলোয়াড় গোলাম রাব্বি দলের হয় ষষ্ঠ গোলটি করেন। ৭১তম মিনিটে লঙ্কান শিবিরে শেষ পেরেকটি ঠুকে দেন আল-আমিন। এরপর আরও বেশ কিছু আক্রমণ করলেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।

মোট ৫টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও স্বাগতিক ভারত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সেরা দুই দলকে নিয়ে হবে এ আসরের ফাইনাল।

আগামী ২৭ আগস্ট মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৯ আগস্ট স্বাগতিক ভারতের মোকাবেলা করবে রবার্ট মার্টিন রায়েলসের শিষ্যরা।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago