আফগানিস্তান থেকে নিজেদের অনেক এগিয়ে রাখছেন মিরাজ
ওয়ানডেতে আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়েই লড়াই করে, টি-টোয়েন্টিতে তো আফগানদের সঙ্গে পেরে উঠে না বাংলাদেশ। কিন্তু খেলা যখন টেস্ট তখন হিসেবও ভিন্ন, অভিজ্ঞতায়, স্কিল সব বিচারে তাই সাদা পোশাকে আফগানদের চেয়ে নিজেদের অনেক এগিয়ে রাখছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কন্ডিশনিং ক্যাম্পে বিশাল বহর নিয়ে চলছে ফিটনেস আর স্কিলের ঝালাই।
রোববার অনুশীলনে ফিল্ডিং কোচ রায়ান কুককে নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো চালান নিবিড় ফিল্ডিং অনুশীলন। ক্যাচিং অনুশীলনের বড় একটা সময় জুড়ে ছিল স্লিপ ফিল্ডিং। পরে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাসরা ব্যাট হাতে নেমেছেন নেটে। আঙুলে চোট পাওয়া এদিন এসব অনুশীলন থেকে দূরে ছিলেন মিরাজ।
বিশ্রামে থাকা মিরাজ দলের অনুশীলন দেখতে দেখতে নিজেদের শক্তির তারিফ করলেন জোর গলায়, ‘আসলে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জের। ছোট আর বড় না। কারণ যারাই ভাল খেলবে তারাই কিন্তু জিতবে। কিন্তু তারপরেও আমরাও ওদের থেকে অনেক এগিয়ে আছি; অভিজ্ঞতার দিক থেকে্ পাশাপাশি শেষ যে টেস্টটায় আমরা পারফর্ম করেছি এবং হোম কন্ডিশনে। সব মিলিয়ে ওদের থেকে অনেক দিক থেকেই এগিয়ে আছি।’
দেশের মাঠে খেলা সর্বশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে গুঁড়িয়ে জিতেছিল বাংলাদেশ। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে নায়ক ছিলেন মিরাজ। তবে সেবার ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলা বলেই উইকেট ছিল টার্নিং।
আফগানদের বিপক্ষে টেস্টে তেমন উইকেট থাকার সম্ভাবনা কম। কারণ টার্নিং উইকেটের সুবিধা তোলার স্পিনার আছে আফগান দলেও। মিরপুরের উইকেটের চেয়ে তুলনামূলক কম টার্ন থাকায় খেলা ফেলা হয়েছে চট্টগ্রামে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সেখানে ঘাসের উইকেট বানিয়ে ফায়দা তুলতে চায় বাংলাদেশ।
উইকেটে স্পিনারদের সুবিধা কম থাকলেও না নিয়ে একেবারেই ভাবিত নন মিরাজ, ‘স্পিনার হিসেবে আমরা সব কন্ডিশনেই খেলতে অভ্যস্ত। আমাদের যে উইকেটই দিক না কেন আমরা প্রস্তুত। যেটা আসলে দলের জন্য, আমাদের জন্য ভাল হয়। এবং নট অনলি স্পিন বা পেস বা ব্যাটিং ভাল উইকেট। আসলে টেস্ট ক্রিকেট সবসময় চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয়। যে ধরনের উইকেটই হোক না কেন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
Comments