খেলাপি ঋণের পরিমাণ বাড়েনি: অর্থমন্ত্রী

AHM Mustafa Kamal
২৫ আগস্ট ২০১৯, ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: সংগৃহীত

গত জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকেই খেলাপি ঋণের পরিমাণ বাড়েনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, “খেলাপি ঋণের পরিমাণ এক টাকাও বাড়েনি। যদি কেউ দাবি করেন যে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে তাহলে আমি এটা মানবো না।”

আজ (২৫ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।

দায়িত্ব নেওয়ার পর অর্থমন্ত্রী বলেছিলেন যে ভবিষ্যতে খেলাপি ঋণের পরিমাণ বাড়বে না। কিন্তু, বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা। শুধু, গত ছয় মাসে খেলাপি ঋণের বৃদ্ধির পরিমাণ প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, “যখন আমি বলেছিলাম যে খেলাপি ঋণের পরিমাণ আর বাড়বে না, তখন আমি এও বলেছিলাম যে এর জন্যে একটি এক্সিট প্ল্যান তৈরি করা হবে। কিন্তু, আইনগত কারণে সেই পরিকল্পনা কার্যকর করা যায়নি।”

তিনি আরো বলেন, সরকার সেই এক্সিট প্ল্যানটি দ্রুত কার্যকর করার চেষ্টা করছে। এটি কার্যকর হলে খেলাপি ঋণের পরিমাণ কমতে থাকবে এবং ব্যবসায়ীরাও এ থেকে উপকৃত হবেন।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago